Nero কিংবা Software ছাড়াই রাইট করুন আপনার ডিভিডি
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকটিউনস পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরূ করছি আজকের এবং আমার প্রথম টিউটরিয়াল।আমি এই টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, তাই টেকটিউনমস এর সকল টিউনারদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যেহেতু আমি প্রথম লিখিছি তাই ভয় হচ্ছে সঠিক ভাবে লিখতে পারব কি না। তারপর ও শুরূ করছি আজকের টিউটরিয়অল, যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই টিউটরিয়াল টি যদি আগে কোন টিউনার ভাই করে থাকেন তাহলে তাদের কাছে শুরূতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আর কথা না বাড়িয়ে শুরূ করছি মূল টিউটরিয়াল। আজকের টিউটরিয়াল এ আমি দেখাব কীভাবে Nero বা অন্য কোন সফ্টওয়ার ব্যবহার না করে আমাদের প্রয়োজনীয় কোন ডাটা আমরা ডিভিডি তে সংরক্ষণ করে রাখব। এজন্য আমাদের শুধু একটি খালি ডিভিডি লাগবে।
এতক্ষণ থেকে যা লিখলাম তাতে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আবার ও ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মত এখানেই শেষ করছি আমার লিখাটি।
এতক্ষণ আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমার ফেইসবুক আইডি Saidul Islam Majed






No comments