Header Ads

এক ক্লিকে আলাদা করুন আপনার স্ক্যান করা সকল এলোমেলো ছবি ফটোসপ ব্যবহার করে।

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।  সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজকে আমি আপনাদের মাঝে ফটোসপ এর খুব প্রয়োজনীয় একটি টিপস শেয়ার করব। আমরা যারা ফটোসপ ব্যবহার করি তারা নানান প্রয়োজনে অনেক ফটো বা ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন পড়ে। যেমন ইমেল করার জন্য বা যারা স্টুডিওতে কাজ করেন তারা একসাথে অনেকগুলো পাসপোট সাইজ এর ফটো স্ক্যান করে থাকেন। স্ক্যান করার পর ছবি গুলোকে আলাদা ভাবে ক্রপ করতে অনেক শ্রম ও সময়ের দরকার হয়। কিন্তু আমি আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করছি যার মাধ্যমে আপনারা এক ক্লিকে সবগুলো ছবিকে আলাদা করতে পারবে আপনার ফটোসপ ব্যবহার করে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার মূল টিউন। আমি ব্যবহার করছি ফটোসপ সিসি। আপনারা ফটোসপ সিএস ৬ ব্যবহার করে কাজ টি করতে পারবেন। এখন আমি আমার ফটোসপ Open (অপেন) করে আমার কাঙ্কিত ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখলাম। তারপর Photoshop cc এর File>Automate> Crop and Straighten Photos এ ক্লিক করুন।না বুঝলে আপনারা নিচের ছবিটি দেখুন।তারপর ফটোসপ লোড নিবে আপনারা একটু সময় অপেক্ষা করুন।এখানে আমি আপনাদের কে দেখানোর জন্য ইচ্চকৃত ভাবে ছবি গুলোকে আকাবাকা ভাবে স্ক্যান করেছি। অর্থাৎ আকাবাকা থাকার পরেও আমার ছবি গুলো উপরিউক্ত কমান্ড ব্যবহার করার পর তা আপনা আপনি সুন্দর ভাবে সেট হয়ে যাবে।
তারপর নিচের ছবির মত দেখুন আমার ছবিগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে ক্রপ হয়ে যাবে।

এবার আপনারা চেষ্টাকরে দেখুন। আর বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট করুন।
অবশেষে ট্রিকবিডি এর সম্মানিত এডমিনকে আমি অনুরুদ করছি আমাকে ট্রিকবিডিতি টিউনার করে নতুন পোষ্ট শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য।  ধন্যবাদ।


No comments

Powered by Blogger.